ওয়ার্ল্ড প্রিমিয়ার আনা নাসরীনের ‘সীমানা পেরিয়ে

আনা নাসরীনের ‘সীমানা পেরিয়ে’ ওয়ার্ল্ড প্রিমিয়ার কাল। এই ওয়েব ফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন অরন্য আনোয়ার। এতে তিনি অভিনয়ও করেছেন খল চরিত্রে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ কিশোর থ্রিলারে একাধিক সঙ্গীত নির্মাণ করছেন আনা নাসরীন।

অভিনয়ে রয়েছেন– লাবন্য চৌধুরী, সাদমান চৌধুরী, নির্জন আনোয়ার, তামিম হাসান, ফারজানা ছবি, সাবেরী আলম, মোমেনা চৌধুরী, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। কাল দুপুরে আরটিভিতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

আনা নাসরীন ফোক মিউজিক নিয়ে পড়াশোনা করলেও এই প্রথম তিনি কোনো ফোক গান প্রকাশ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটিতে স্বরচিত কথা ও সুরে দুটি গান গেয়েছেন তিনি। ‘মাতাল সাম্পান’ ও ‘বাজাও রে জীবন’ শিরোনামের ফোক গানদুটির মধ্যে একটি তার একক কণ্ঠের, অন্যটি দ্বৈত।

সিলেটের মালিনিছড়া, বোমার গড়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, খাদিম টি-স্টেইট, ইসলামপুর, সুনামগঞ্জের যাদুকাটা, নীলাদ্রি লেক, মেঘালয় নিকটস্থ বারেক টিলা, বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডার এরিয়াসহ বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *