কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে বোর্ড সূত্রে জানা গেছে।
এদিন বিকেল সাড়ে ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।