টুইটার কেনা আপাতত স্থগিত রাখছেন ইলন মাস্ক। তিনি নিজেই টুইটারে জানালেন সেই কথা।
ইলন জানান, টুইটার ডিল সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছে। স্প্যাম এবং জাল অ্যাকাউন্টের জন্য এই ব্যবস্থা।
এর আগে টুইটার কেনার জন্য বিপুল ঋণ নিয়েছিলেন ইলন মাস্ক। তা শোধ করার জন্য কর্মী ছাটাইয়ের ইঙ্গিতও দিয়েছিলেন আমেরিকার এই ধনকুবের।