এখন থেকে পৌরসভা ঘোষণা করতে হলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে গড়ে দুই হাজার হতে হবে, এতদিন যা ছিল দেড় হাজার। কোনো এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা হলে তা বাস্তবায়ন করার জন্য এবং পৌরসভার নির্বাহী পরিষদের মেয়াদ শেষে নতুন পরিষদ দায়িত্ব না নেয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।
এ দুটি বিধান সংযুক্ত করে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২২ পাস করেছে জাতীয় সংসদ।
বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব সংসদে তোলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বিল পাসের আগে জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবের বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করেন স্পিকার। পরে তা কণ্ঠভোটে দিলে পাস হয়।