চির বৈরি সম্পর্ক দুই দেশের। তারপরও তা ভুলে গেলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। ভারতের সাবেক অধিনায়ক ফর্মহীন বিরাট কোহলির পাশে দাঁড়ালেন তিনি।
বৃহস্পতিবার রিজওয়ান বলেন, ‘কোহলি দুর্দান্ত মানের ক্রিকেটার। কিন্তু এই পর্যায়ে ওর একটা খারাপ সময় চলছে। ওর জন্য প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা সবাই জানি ও কতটা পরিশ্রম করে।’
রিজওয়ান আশা করেন কোহলি শিগগির-ই ফর্মে ফিরবেন। তিনি আরো বলেন, ‘খারাপ সময় তো সবারই আসে। তারপর এক সময় সব সহজও হয়ে যায়। প্রায় প্রত্যেক ক্রিকেটারই কোনো দিন শতরান করে, আবার কোনো দিন শূন্য রানে আউট হয়। তাই আমি ওর জন্য শুধু প্রার্থনাই করতে পারি। আশা করি কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুতই সব নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে ও।’